আসাদ খন্দকার শনিবার সন্ধ্যা ০৭:২৪, ৩ আগস্ট, ২০২৪
গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যেই ছাত্র/ছাত্রীরা জরো হতে থাকে কাজী আজহার আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। মুহুতের মধ্যে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক ঝাক ছাত্র/ছাত্রী ব্যানার ফেসটুন নিয়ে গেট দিয়ে বের হয়ে বিক্ষোভ করতে থাকে।
বিক্ষোভে তাদের স্লোগানে প্রকম্পিত হয় উপজেলার বোনারপাড়ার রাস্তাঘাট। মিছিলটি স্কুল গেট থেকে বেরিয়ে হাকিমের মোড় হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের রাস্তায় বিভিন্ন স্লোগান দিয়ে আবার হাকিমের মোড়ে আসে। পরে হাকিমের মোড় থেকে কাজী আজহার আলী সরকারি বিদ্যালয়ের গেটের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় বিভিন্ন যানবাহন যানজটের মুখে পরে।
বিক্ষোভ মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইমরান সবার সাথে একাত্বতা ঘোষনা করে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য পরবর্তী ঘোষনা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেন।