সাংবাদিক নাদিম হত্যায় আসামীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি
এস এম সাখাওয়াত জামিল দোলন শনিবার রাত ১১:৩৭, ১৭ জুন, ২০২৩
জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (১৭ জুন) বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যায় আসামীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দূর্নীতিগ্রস্থ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়। এমন ঘটনা দেশে সাংবাদিকদের স্বাধীন সংবাদ প্রকাশের অন্তরায়। গোলাম রাব্বানী নাদিমের হত্যা দেশে স্বাধীন সাংবাদিকতার উপর আরেকটি আঘাত।
আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। আর তাই অবিলম্বে নাদিম হত্যার মুলহোতা ইউপি চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুসহ হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা। আর রবিবারের মধ্যে গ্রেফতার করা না হলে সোমবার (১৯ জুন) চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করবে। বিচার না পাওয়া পর্যন্ত রাজপথে থাকবে সাংবাদিকরা।
এ সময় প্রায় ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, সিটি প্রেসক্লাবের সভাপতি সাজেদুল হক সাজু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম, সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।