সাংবাদিকদের সঙ্গে দাউদকান্দি উপজেলা চেয়ারম্যানের মতবিনিময়
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2023/12/IMG-20231212-WA0003.jpg)
হোসাইন মোহাম্মদ দিদার
মঙ্গলবার বিকেল ০৪:৩৩, ১২ ডিসেম্বর, ২০২৩
দাউদকান্দি উপজেলার পরিষদের চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী এ মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর বাসভবন পায়রায় এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের পক্ষে কাজ করার কথা জানান।
এছাড়াও তিনি বিগত দিনে তার পজেটিভ কর্মকাণ্ড তুলে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেবুন নেসা জেবু— উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান মিয়া সরকার, ইলিয়টগঞ্জ দক্ষিণের চেয়ারম্যান লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম।