ঢাকা (সকাল ১০:৩৭) সোমবার, ১৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সাইফুল প্রধানের হাতের ছোঁয়ায় বদলে যাচ্ছে ঢাকারগাঁও গ্রামের সমাজব্যবস্থা ও উন্নয়নচিত্র Meghna News বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Meghna News চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News চাঁপাইনবাবগঞ্জে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

সাংগঠনিক ব্যর্থতায় বার বার আ’লীগের প্রার্থীর হার

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock রবিবার ১২:৩৮, ১৪ নভেম্বর, ২০২১

নির্বাচন কমিশনের চতুর্থ ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী গৌরীপুরে ১০টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। প্রতিবারই নির্বাচনে আলোচনার শীর্ষে থাকে আওয়ামী লীগের গলার কাঁটা হিসেবে খ্যাত ১নং মইলাকান্দা ইউনিয়ন। প্রায় ১৮ বছর যাবত ইউনিয়ন পরিষদের চেয়ারটি বিএনপির দখলে। আওয়ামী লীগ টানা ১৩ বছর যাবত রাষ্ট্রিয় ক্ষমতায় থাকলেও চেয়ার উদ্ধারে ব্যর্থ হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন- উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক ব্যর্থতার কারণেই মইলাকান্দায় বার বার হারে আওয়ামী লীগের মনোনীত বা সমর্থিত প্রার্থী। জাতীয় সংসদ নির্বাচনে মইলাকান্দা ইউনিয়নে নৌকা বিপুল ভোটে বিজয়ী হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে হারছে বার বার।

মনে প্রশ্ন থাকলেও এর কারণ খোঁজে বের করার চেষ্টা কখনো করেননি উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সর্বশেষ ১৯৯৯ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী হিসেবে বিজয়ী হন। ২০০৪ সালে ছাত্রদল নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ, পরবর্তীতে তার ছোট ভাই রিয়াদুজ্জামান রিয়াদ পর পর দুই বার মইলাকান্দায় চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন রায়। ধানের শীষের প্রার্থীর কাছে তিনি শোচনীয় পরাজয় বরণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মুন্নাফ বলেন- জাতীয় নির্বাচনে মইলাকান্দায় নৌকা বিপুল ভোটে বিজয়ী হলেও ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গোপনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করেন। এবার যোগ্য প্রার্থী দিয়ে চেয়ারটি উদ্ধারের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছেন তারা। বিদ্রোহী প্রার্থী থাকলে তা কঠিন হয়ে দাঁড়াবে বলে জানান তিনি।

এবার মইলাকান্দায় আওয়ামী লীগের নৌকা প্রত্যাশী উপজেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হাসান আজাদ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জোসেফ উদ্দিন (জর্জ), সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন মনোজ, উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নূর এলাহী হিরামন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম (শাহীন), মোঃ কামাল হোসেন ও বর্তমান ইউপি সদস্য শামছুল আলম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ডা. হেলাল উদ্দিন আহাম্মদ জানান- মইলাকান্দা ইউনিয়ন নিয়ে তারা সবসময় চিন্তিত। এবার যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়ে সম্মিলিতভাবে কাজ করলে দলীয় প্রার্থী বিজয়ী হবেন বলে আশাবাদী তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT