ঢাকা (সকাল ৬:০২) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শ্রীমঙ্গলে চোরাই পথে আসা মালিকবিহীন ট্রাকভর্তী পেয়াজ নিলামে বিক্রি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ১০:০৯, ২২ ফেব্রুয়ারী, ২০২০

মোঃ জাকির হোসেন,জেলা প্রতিনিধি,মৌলভীবাজারঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধারকৃত ৯ মেট্রিক টন পেয়াজ অবশেষে নিলামে বিক্রি করেছে প্রশাসন। শনিবার সকালে শ্রীমঙ্গল থানা চত্বরে খোলা নিলামে ৩লাখ ৮৭ হাজার টাকায় এসব পেয়াজ বিক্রি করা হয়। জানা যায়, শুক্রবার রাতে শহরের সেন্ট্রাল রোড থেকে একটি ট্রাকে পরিত্যাক্ত ৯ মেট্রিক টন পেয়াজ উদ্ধার করে পুলিশ। এসময় পেয়াজের কোন বৈধ কাগজপত্র ও মালিক দাবীদার না থাকায় পুলিশ পরিত্যাক্ত হিসেবে পেয়াজ ভর্তি ট্রাকটি থানায় নিয়ে আসে। সমশেরনগরস্থ চাতলা পুর শুল্ক ষ্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা সজল কান্তি দাস নিলাম কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, ওসি (তদন্ত) সোহেল রানা, এস আই আল আমিন। নিলামে তখন সিলেট ও শ্রীমঙ্গলের অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
নিলামে সর্বোচ্চ দর দাতা হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন ৩ লাখ ৮৭ হাজার টাকায় পেয়াজ ক্রয় করেন। প্রশাসনের একজন কর্মকর্তা বলেন কোন অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে ৯ মেট্রিক টন পেয়াজ ভারত থেকে চোরাই পথে শ্রীমঙ্গলে নিয়ে আসতে পারে বলে আমরা ধারনা করিতেছি। তবে এ বিষয় তদন্তা দিন রয়েছে বলে তিনি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT