ঢাকা (রাত ৮:২৬) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News সরাসরি রাষ্ট্রপতি নির্বাচনসহ একগুচ্ছ সুপারিশ সংস্কার কমিশনের Meghna News গণহত্যায় অভিযুক্ত আ.লীগের কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না Meghna News বিএনপি যতই চাপ দিক, সংস্কারের ওপর ভিত্তি করেই নির্বাচন Meghna News সুন্দর ব্যবহার ও আচরণের বিনিময়ে জান্নাত! Meghna News আল্লাহর পথে আহ্বানকারীর জন্য রয়েছে বিশেষ পুরস্কার Meghna News ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা দ্রুত সংস্কার করবো: ভিসি আমানুল্লাহ Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১

শিমুলীয়ায় নৌপথে স্পীডবোট দূর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বুধবার বিকেল ০৪:৪৪, ৫ মে, ২০২১

মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে স্পীডবোট দূর্ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত ৬ সদস্যের তদন্ত কমিটির দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় সরকার মাদারীপুরের উপ-পরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে ৬ সদস্যের তদন্ত দল বুধবার(৫মে) বেলা ১২ টার দিকে কাঁঠালবাড়ী ঘাটের দূর্ঘটনা কবলিত স্থান ঘুরে দেখেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান, শিবচর থানার ওসি (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাত, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন, কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ কোষ্টগার্ড নারায়নগঞ্জের স্টেশন কমান্ডার লেফট্যানেন্ট আশমাদুল ইসলাম।

তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগীয় উপ-পরিচালক আজহারুল ইসলাম বলেন,’আমরা ঘটনাস্থল দ্বিতীয় বারের মতো ঘুরে দেখেছি। ঘটনার দিনেও আমরা নিবিড় ভাবে ঘুরে দেখেছি। প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে বুঝতে পারছি যে, স্পীডবোটটি প্রচন্ড বেগে এসে ধাক্কা লেগেছে। নিহতদের প্রত্যেকেরই মাথায় আঘাত লেগেছিল। সরাসরি প্রচন্ড গতিতে সংঘর্ষ হলেই এটা সম্ভব।’ তিনি বলেন,’এই দূর্ঘটনার কারন অনুসন্ধান করে আমরা বের করতে কাজ করছি। যে তথ্য-উপাত্ত পেয়েছি তা বিশ্লেষণ করে আমরা এর কারন বের করবো। পাশাপাশি এমন নৌ-দূর্ঘটনা যেন আর না ঘটে সে জন্য চালকদের রেজিস্ট্রেশন এবং চালকদের প্রশিক্ষন প্রদানের ব্যবস্থা কি ভাবে করা যায় একই সাথে প্রশিক্ষণ এবং লাইসেন্স ছাড়া কোন চালক যাতে এখানে না থাকে সেই ব্যাপারে আমাদের কিছু সুপারিশ থাকবে।

উল্লেখ্য, সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সাথে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু ও ৫ জন আহত হয়। এ ঘটনায় জেলা প্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসনের ৬ সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে মঙ্গলবার দুপুরে নৌ পরিবহন মন্ত্রনালয়ের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেন।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT