ঢাকা (সন্ধ্যা ৭:২৫) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে হতদরিদ্র ও দিনমজুরদের মাঝে খাবার বিতরণ

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock সোমবার ১২:৩১, ২ আগস্ট, ২০২১

মাদারীপুর জেলায় শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ১২ শত হতদরিদ্র দিনমজুর মানুষকে রান্না করা খাবার বিতরণ করেন বন্দরখোলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বন্দরখোলা ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান পদ প্রাথী-মোঃ মুক্তার হাওলাদার(গোল্ডেন মুক্তার)।

রবিবার দুপুররে বন্দরখোলা ইউনিয়নের বড় খাস বন্দরখোলার,কাজিরসুরা তাহফীজুল কোরআন মাদ্রাসায়, যোহর নামাজ শেষে,পদ্মা নদী ভাঙন ও করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে,স্বাস্থ্য বিধি মেনে মিলাদ ও দোয়া শেষে এ খাবার বিতরণ করেন।

মোঃ মুক্তার হাওলাদার (গোল্ডেন মুক্তার) খাবার বিতরনের বিষয়ে বলেন, বিগত প্রায় দুই বছর যাবৎ করোনাভাইরাসে ও নদী ভাঙনে সাধারণ মানুষ দিশেহারা। তাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দা‌য়িত্ব।আমার সাধ‌্য ম‌তো আমি জনগনকে সহযোগিতা করছি, তাদের পাশে থাকছি। আমি সব সময় সাধারণ জনগণকে সহযোগিতা করে আসছি।আজ ১২ শত জনকে রান্না করা প্যাকেট করা খাবার বিতরণ করেছি।
এসময় বন্দরখোলার এলাকার বয়স্ক ও যুবকদের সহযোগিতা চাইলেন মোঃ মুক্তার হাওলাদার(গোল্ডেন মুক্তার)।তিনি বলেন, প্রতি মুহূর্তে জনগনের সেবা করা আমার পেশা ও নেশা। জনগনের সেবায় সব সময় নিয়জিত থাকতে চাই।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT