ঢাকা (সকাল ৭:৪৫) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শিবচরে দালালচক্রের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি চিফ হুইপের নূর-ই- আলম চৌধুরীর

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock শুক্রবার রাত ১০:৪৫, ২৭ আগস্ট, ২০২১

মাদারীপুর জেলার শিবচরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহনে দালালচক্র বিভিন্ন মাধ্যমে সরকারের কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।এসকল দালালচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপি।

তিনি বলেন,’পদ্মা সেতু বাস্তবায়নের সাথে সাথে আমাদের এলাকায় বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নে অনেক জমি অধিগ্রহন করতে হয়েছে। অনেকের ভিটা মাটি নিতে হয়েছে বিভিন্ন প্রকল্পের কাজে। এসকল প্রকল্পে এক শ্রেনীর দালাল চক্র গরীব মানুষের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

কোন অধিগ্রহন করতে গেলে এখানে জমি ভাড়া নিয়ে কেউ ঘর তুলছে বা গাছ লাগাচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলোতে টাকা লোপাট করতে দালাল শ্রেনী শক্তিশালী হয়ে গেছে। এদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে। কঠোর ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে।

শুক্রবার (২৭ আগষ্ট) সকাল দশটার সময় উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের খাসেরহাটে প্রায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত দুইতলা ভবন বিশিষ্ট মাল্টিপারপাস মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় চীফ হুইপ বলেন,’৫ বছর আগেই শিবচরের এ প্রকল্পগুলো কি অবস্থায় ছিল স্যাটেলাইটের মাধ্যমে তার ছবি নেয়া আছে। ইচ্ছা করলেই যা খুশি তা করা যাবে না। দালাল চক্র ভূয়া দলিল করে একটি প্রকল্প থেকে ৩৫ কোটি টাকা হাতিয়ে নিলেও প্রায় ৯ কোটি টাকা জেলা প্রশাসক ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন।’

তিনি বলেন,’জমি অধিগ্রহনে দূর্ণীতির সাথে শিবচরের কোন আওয়ামীলীগের নেতাকর্মী যদি জড়িত থাকে আপনারা প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহন করেন, গ্রেফতার করেন তাহলে শিবচর আওয়ামীলীগ আপনাদের সাথে থাকবে। আমরা আপনাদের সকল ধরনের সহযোগীতা করবো। এই দূর্ণীতি সাথে যে সকল অফিসার, মাদারীপুরের ব্যাক্তিবর্গ যেই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।’

পরে চিফ হুইপ নূর ই আলম চৌধুরী দত্তপাড়া ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট চৌধুরী ফাতেমা বেগম মা ও শিশু কল্যান কেন্দ্র উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মুনির চৌধুরী, জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাহার বেপারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারন সম্পাদক ডা. মোঃসেলিম, উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খাঁন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT