ওবায়দুর রহমান বুধবার সন্ধ্যা ০৬:২৬, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
রাজধানী ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (শিক্ষা ভবন)’র সামনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনের সড়কে স্থানীয় রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা এই কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে শিক্ষকরা অভিযোগ করে বলেন, গত ১৭ সেপ্টেম্বর দেশের বিভিন্ন এলাকার সরকারি মাধ্যমিক শিক্ষকরা তাদের ন্যায় সঙ্গত দাবি দাওয়া নিয়ে রাজধানী ঢাকার শিক্ষা ভবনেরর সামনে কর্মসূচি করতে যায়। এসময় প্রজেক্ট থেকে নিয়োগ পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা তাদের ওপর সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকছেদুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র শিক্ষক বদরুল আলম, মোঃ শাহজাহান কবীর, ফারহানা আরজু, হুমায়ূন কবীর, কাজী মোঃ শফিকুল ইসলাম, সহকারি শিক্ষক জাহিদুল আলম, ফয়জুন্নেসা সুলতানা, সাদিয়া বেনজীর প্রমুখ।