ঢাকা (রাত ৪:০২) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ”

ইকবাল হাসান ইকবাল হাসান Clock শনিবার সন্ধ্যা ০৭:১৬, ১৬ নভেম্বর, ২০২৪

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরে পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ”। লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে অবস্থিত ঐতিহাসিক ” জিয়া মঞ্চ” টি পুনুরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছে স্থানীয় বিএনপিসহ অঙ্গ সংগঠন।

সূত্র জানায়, ১৯৭৯ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান দলীয় জনসভা করেন লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে। সভা সফল করবার জন্য স্থানীয় নেতাকর্মীরা স্কুল মাঠে ”জিয়া মঞ্চ” নির্মাণ করেন। গত ১৬ বছর স্বৈরাচার সরকারের আমলে ”জিয়া মঞ্চ” ছিলো কার্যত অন্ধকারাচ্ছন্ন। সেখানে কোন দলীয় বা সামাজিক কর্মকান্ড করতে দেয়া হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের মাধ্যমে সরকার ও রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় ঐতিহাসিক ” জিয়া মঞ্চ” টি পুনুরুজ্জীবিত করে আলোকিত করতে দলীয় নেতা-কর্মীরা তৎপর হয়ে উঠেছে।

 

 

শনিবার(১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ বিষয়ে স্কুলের হল রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আমিনুর রহমান বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমতের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু। প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মোঃ মিলু শরীফ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাডঃ নেওয়াজ আহম্মেদ ঠাকুর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস,এ সাইফুল্লাহ মামুন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঐতিহাসিক ” জিয়া মঞ্চ” এ নানা কর্মসূচী পালিত হবে। এই কারনে মঞ্চটির সংস্কার কাজ দ্রæত শুরু করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT