ঢাকা (সকাল ৮:৩৬) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


লালমোহনে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock মঙ্গলবার ১২:০৭, ৫ জুলাই, ২০২২

ভোলার লালমোহনে মো. আব্দুল হাই (৪০) নামের এক ৬ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার গভীর রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০০৭ সালে চট্টগ্রামের বায়েজিদ থানায় আব্দুল হাই এর নামে একটি চুরি মামলা হয়। ওই মামলায় ২০১৬ সালে আদালত আব্দুল হাইয়ের বিরুদ্ধে ৬ বছরের সাজা প্রদান করেন। এরপর থেকে সে পলাতক ছিল।

গত বুধবার রাতে তার বাবা আব্দুল মালেকের ঝুলন্ত লাশ, বড় ভাই অজি উল্যাহর বসত ঘর থেকে উদ্ধার করে পুলিশ। এ সংবাদ শুনে তার বাবার লাশ দেখতে গ্রামের বাড়িতে আসে আব্দুল হাই।

খবর পেয়ে পুলিশ রাতে আব্দুল হাইকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সোমবার (৪ জুলাই) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT