ঢাকা (দুপুর ১:৪৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লকডাউনে গৌরীপুরে দোকানের দরজা ভেঙ্গে টাকা চুরি

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock শনিবার রাত ১০:১৬, ৩ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে একটি দোকানে চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরের দল ওই দোকানের পিছনের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। দোকানটি থেকে নগদ টাকা লুট করে।

শুক্রবার (০২ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার বোকাইনগর ইউনিয়নের নাহড়া বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে প্রধান সড়কের লাগোয়া তানিয়া ভ্যারাইটিজ স্টোর নামক একটি দোকানে এ চুরি সংঘটিত হয়েছে।

দোকানের মালিকের নাম সিরাজুল ইসলাম। তিনি বোকাইনগর ইউনিয়নের নাহড়া গ্রামের মৃত আঃ মজিদের ছেলে।

দোকান মালিক সিরাজুল ইসলাম জানান, আমি একজন ক্ষুদ্র দোকানদার। লকডাউনের বিধি নিষেধে নিয়ম মেনে বিকাল ৫টায় দোকান বন্ধ করে চলে গেছি। শনিবার সকাল ৮টায় দোকানের সামনের সাঁটার খুলে দেখি পিছনের দরজা ভাঙ্গা। দরজা ভাঙ্গা দেখে ভিতরে ঢুকে দেখি ক্যাশ খোলা এবং ভিতরে গচ্ছিত ৩দিনের ব্যবসার ১ লক্ষ ৬০ হাজার টাকা চুরি গেছে।

চুরির বিষয়ে বাজার কমিটির সভাপতি ফেরদৌস মিয়া বলেন, বাজারে ৩জন পাহারাদার ছিলো তারপরো চুরি হয়ে গেছে। এ বিষয়ে পুলিশ পরিদর্শন করে গেছে।

গৌরীপুর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT