রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা আহত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা শুক্রবার বেলা ১২:৫৪, ১৩ নভেম্বর, ২০২০
পূর্ব শত্রুতার জের ধরে গাইবান্ধার সাঘাটা উপজেলার কমলপুর গ্রামের আফজাল মেম্বারের বাড়ীর রাস্তা নির্মাণ কাজে বাঁধা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ২ মহিলা আহত। এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে চাঁপা উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের কমলপুর গ্রামের হাবিবুর রহমান বেপারীর পুত্র আফজাল হোসেন মেম্বার ও তাঁর সহদর ভাই আনোয়ারুল ইসলামের সাথে জমিজমা নিয়ে মনোমালিন্য চলে আসছিল।
সম্প্রতি উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে ইউপি সদস্য আফজালের ১ শতাংশ জমির উপর দিয়ে রাস্তা নির্মাণের সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত মোতাবেক আফজাল হোসেন ২০১৯-২০ অর্থবছরের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় চিত্যরঞ্জনের বাড়ীর পাকারাস্তা হতে আফজাল মেম্বারের বাড়ী পর্যন্ত রাস্তা সিসি ঢালাইয়ের সরকারী অনুমোদিত প্রকল্প বরাদ্দ পায়। বরাদ্দকৃত উক্ত রাস্তা স্টিমেট করার জন্য উপজেলা প্রকৌশল দপ্তরের উপ সহকারী প্রকৌশলী উক্ত রাস্তা স্টিমেটের কাজও সমাপ্ত করেন।
ঘটনার দিন গত ২রা নভেম্বর আনোয়ারুলের স্ত্রী বিলকিস আক্তার শিল্পী, তার মেয়ে আকিমুন্নাহার অর্নি ও তার জামাতা জামাদিউল ইসলাম ঈর্ষান্বিত হয়ে ইউপি সদস্যের স্ত্রী সাজিয়া বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। বাকবিতন্ডার এক পর্যায়ে অতর্কিত ভাবে সাজিয়াকে মারপিট করে। এ সময় তার ননদ ও তার স্বামী খোকা মিয়া এগিয়ে গেলে তাদেরও মারপিট করে। এতে সাজিয়া (৪০) ও রেজিয়া (৪৫) গুরুত্বর আহত হন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় গ্রামবাসী শালিশী বৈঠকের মাধ্যমে মিমাংশার কথা থাকলেও সু-চতুর জামাদিউল এ ঘটনার সাথে জড়িত না থাকলেও আফজাল হোসে মেম্বারসহ গ্রামবাসীর বেশ কয়েকজন নির্দোষ ব্যক্তিদের নামে মামলা করায় এলাকায় চাঁপা উত্তেজনা বিরাজ করছে। গ্রামবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।