ঢাকা (রাত ১:৪৮) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাতের আঁধারে জমির ফসল ধ্বংস, দুর্বৃত্তের কর্মে বাকরুদ্ধ স্থানীয় শতাধীক কৃষক

কৃষি সংবাদ ২৩৫২ বার পঠিত

সেলিম রেজা, ঠাকুরগাঁও সেলিম রেজা, ঠাকুরগাঁও Clock শুক্রবার সন্ধ্যা ০৭:২৯, ২৮ আগস্ট, ২০২০

ঠাকুরগাঁওয়ের খামার ভোপলা গ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২ বিঘা সবজি ক্ষেত কেটে ধ্বংস করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষক প্রায় ৩ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা গ্রামে বৃহস্পতিবার (২৬ শে আগস্ট) রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মোঃ হাফিজ উদ্দীন একজন প্রান্তিক কৃষক। সবজি চাষ করেই পরিবার পরিজন নিয়ে সংসার চলে তাঁর। এ বছর বুকভরা আশা নিয়ে ধারকর্জ করে বাড়ীর পাশে ২ বিঘা জমিতে লাউ চাষ করেন তিনি। ফলনও মোটামুটি ভাল হয়।
বৃহস্পতিবার সকালে সবজি ক্ষেতের এমন অবস্থা দেখে, ঐ এলাকার লোকজন কৃষককে খবর জানায়। কৃষক ক্ষেতে এসে দেখেন, গোড়া দিয়ে কেটে ফেলা হয়েছে গাছগুলো। হতভাগা এ কৃষক এমন দৃশ্য দেখে অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন।
রোদ উঠার সঙ্গে সঙ্গেই গাছগুলো নিস্তেজ হয়ে পড়ে। এ খবর প্রতিবেশিদের মধ্যে ছড়িয়ে পড়লে শতশত কৃষক ছুটে এসে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। তাদের মধ্যেও দেখা দেয় হতাশা। কৃষক ও তাঁর পরিবারের আর্তনাদ দেখে অনেকেই কেঁদে ফেলেন। কারা, কী কারনে কৃষকের এমন সর্বনাশ করলো তা বুঝে উঠতে পারছেন না কেউ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেধো জানান, কৃষকের এই ক্ষতির সঙ্গে যে জড়িত থাকবে, তাকে খুঁজে বের করে আইনের হাতে সোপর্দ করা হবে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, কৃষক হাফিজের থেকে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT