ঢাকা (রাত ৩:৫১) সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রাজারহাটে বি আর-২৮ ধানে মড়ক

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) Clock বৃহস্পতিবার দুপুর ০৩:১৮, ২২ এপ্রিল, ২০২১

চলতি ইরিবোরো মৌসুমের শেষ সময় এখন মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী ধান আর দিন পরেই ধান কাঁটার উৎসবে মেতে উঠবেন কৃষক পরিবার কিন্তু কৃষকের সেই স্বপ্নের ঘরে আগুন দিচ্ছে ব্লাস্ট নামক এক প্রকার ছত্রাক

রাজারহাটে চলতি ইরিবোরো মৌসুমে মোট কৃষিজ জমির প্রায় ৩০ শতাংশ জমি সেচের আওতায় আনা হয় এরমধ্যে কৃষকরা উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বি  আর২৮ ধানের চাষ করেছেন কিন্তু ব্লাস্ট নামক ছত্রাকের আক্রমণের ফলে অনেকের জমির ফসল পুরোপুরি কিংবা আংশিক নষ্ট হয়ে গেছে রাজারহাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে একই চিত্র চোখে পরে

কথা হয় চাকির পশার তালুকের কৃষক সুদার্শন চন্দ্র সরকারের সাথে তিনি জানান,আমি এক বিঘা জমিতে বি আর২৮ ধানের চাষ করেছি কিন্তু ধান পাঁকার আগে সম্পুর্ন ক্ষেতের ধানের শীষ পুড়ে গেছে ফরকেরহাটের আব্দুর রহিম, পুণকরের কৃষ্ণ পদ,নাজিমখাঁনের সুজন চন্দ্র বকসী তালতলার নিমাই কুমার প্রমুখ একই কথা বলেন

উপজেলা কৃষি কর্মকতারা জানান,বিষয়টি আমরা অবগত আছি এবং সে মোতাবেক কাজ করে যাচ্ছি গত দুবছর যাবৎ আমরা কৃষকদের বি আর২৮ ধান চাষে নিরুৎসাহিত করে আসছি যার ফলশ্রুতিতে চলতি বোরে মৌসুমে বি আর২৮ ধানের চাষাবাদ কম হয়েছে বিক্ষিপ্তভাবে কিছু কিছু এলাকায় ব্লাস্ট রোগ ছড়িয়ে পরার খবর আমরা পেয়েছি এবং কৃষকদের পরামর্শ দেওয়ায় তা সহনীয় পর্যায়ে আছে

কর্মকর্তারা আরো জানান,বৈরী আবহাওয়া ইউরিয়া সারের ব্যবহার বেশি হওয়ার কারনে ধানে ব্লাস্ট রোগের আক্রমন বেশি হয় জন্য কৃষকদের ধানের শীষ আসার আগে একবার এবং শীষ আসার পরে ট্রাইসাইক্লাজোল গ্রুপের ছত্রাক নাশক দ্বারা স্প্রে করার পরামর্শ দিয়ে থাকি এবং সহনশীল জাতের ধান চাষে উদ্বুদ্ধ করি




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT