রাজারহাটে তিস্তা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে শস্য বীজ ও সার বিতরণ
রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) বৃহস্পতিবার রাত ১০:২৯, ২৮ অক্টোবর, ২০২১
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ার ডাঙ্গা ইউনিয়নে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ এঁর উদ্যোগে বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে ঘড়িয়াল ডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা নদীর আকস্মিক বন্যা ও ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এক হাজার কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে শস্য বীজ ও সার বিতরণ করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
এ কর্মসূচির আওতায় মোট এক হাজার জন কৃষককে সরিষা বীজ ১কেজি, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি, ইউরিয়া ১০ কেজি সার প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, পিসব’র প্রকল্প পরিচালক ও সাধারণ সম্পাদক ইমরাইন হোসাইন হাবিবী, রাজারহাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক, আলহাজ্ব আমজাদ হোসেন, যুগ্ম আহবায়ক ওয়াহেদ আলী, জেলা ছাত্রসমাজের যুগ্ম আহবায়ক রতন আহমেদ লিটন ও আতিকুল ইসলাম আপেল।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন এমপির প্রতিনিধি সফিউর রহমান বকশী স্বপন,ঘড়িয়াল ডাংঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় চন্দ্র দেবনাথ, সহকারী শিক্ষক ইসমাইল হোসেন সিরাজী, সাদ্দাম হোসেন প্রমূখ।