রাজারহাটে কৃষক মাঠ দিবস পালিত
রমেশ চন্দ্র সরকার,রাজারহাট(কুড়িগ্রাম) রবিবার বিকেল ০৫:২১, ৬ জুন, ২০২১
কুড়িগ্রাম জেলার রাজারহাটে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল ও মসলা জাতীয় ফসল উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের বারি আদা–১ এর কৃষক মাঠ দিবস পালিত হয়।
রবিবার (৬ জুন) সকাল ১১ টায় মেকুরটারী ব্লকের এসএমই দুধখাওয়া মৌজায় এ মাঠ দিবস পালিত হয়। আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মঞ্জুরুল হক, উপ–পরিচালক, খামারবাড়ী কুড়িগ্রাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ শামসুদ্দিন মিঞা, উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আক্তার,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হৈমন্তী রানী। উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ দিলদার হোসেন, মতিলাল রায় ঈশোর, প্রদীপ কুমার রায়, এসএমই কৃষক মোহাম্মদ আলী মন্ডল (এটম), অনিল চন্দ্র রায় প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার সম্পা আক্তার জানান আলহাজ্ব মোঃ ফজলুল হক মন্ডল ৬৫ শতাংশ জমিতে বারি আদা–১ চাষ করেছেন। আপনারা তার কাছ থেকে বীজ আদা সংগ্রহ করে ব্যাপকভাবে বা বস্তায় স্বল্প পরিসরে কিংবা বসতবাড়ীর আশে পাশে লাগালে নিজের পরিবারের চাহিদা মেটানো সম্ভব হবে। এছাড়াও গোল মরিচ, চই, লেবু চাষের উপর তিনি গুরুত্বারোপ করেন।