ঢাকা (ভোর ৫:২৪) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যথাযথ মর্যাদায় বাবুগঞ্জে বিজয় দিবস পালন

মোঃ রেদোয়ান হোসেন মোঃ রেদোয়ান হোসেন Clock বুধবার বিকেল ০৪:২১, ১৬ ডিসেম্বর, ২০২০

সারাদেশের ন্যায় বরিশাল জেলার বাবুগঞ্জের রাশেদ খান মেনন মডেল উচ্চবিদ্যালয়ে বিপুল আনন্দ-উৎসবের সাথে পালিত হল মহান বিজয় দিবস।

বুধবার (১৬ ডিসেম্বর ) সকাল ১১ ঘটিকায় দিবসটি উপলক্ষ্যে রাশেদ খান মেনন মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক আলোচনা সভা ও রচনা প্রতীযোগীতার আয়োজন করা হয়।

অধ্যক্ষ আবু জাফর শিকদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রিপন কুমারের সঞ্চালনায় আলোচনা সভায় সামাজকি দূরত্ব বজায় রেখে অংশ গ্রহন করেন সহকারি প্রধান শিক্ষক আবদুল লতিফ, সিনিয়র শিক্ষক হারুন আর রশিদ, আবুল হাসান প্রমুখ।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবক ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। সভাপতি তার বক্তব্যে যে স্বপ্ন নিয়ে বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে এই বিজয় ছিনিয়ে এনেছিল,তা সফল করার জন্য নতুন প্রজন্মকে আমাদের মাঝেই স্বাধীনতা বিরোধী শত্রু রয়েছে, তাদের বিরুদ্ধে সজাগ থাকার নির্দেশ দেন।

এছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহনে রচনা প্রতিযোগীতা ও উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। বিজয়ীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধ বিষায়ক বই পুরষ্কার প্রদান করা হয়।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার, মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT