ঢাকা (রাত ৪:৩৭) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালকের মৃত্যু

মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার Clock বুধবার বিকেল ০৫:২৫, ১০ নভেম্বর, ২০২১

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত সিএনজি চালক আকতার মিয়া মারা গেছেন। এদিকে আকতার মিয়ার মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত স্বজনরা সড়কে হামলা চালিয়েছেন।

সরেজমিনে প্রত্যক্ষদর্শীদের সাথে আলাপ করে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে মৌলভীবাজার-কুলাউড়া রোডের রায়শ্রী এলাকায় দুর্ঘটনায় কবলিত ট্রাক উদ্ধার করছিলেন মালিক কানু দেব। রাত ৯টার দিকে সিএনজি চালক আকতার মিয়ার মৃত্যুর খবর পেয়ে উত্তেজিত স্বজনেরা কানু দেবের উপর হামলা চালায়। এতে কানু দেব আহত হন, এলাকাবাসী উদ্ধার করে তাকে রাতে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠিয়েছেন। এসময় রাস্তার উভয় পাশে অনেক যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ প্রায় এক ঘন্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য মঙ্গলবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় মৌলভীবাজার-কুলাউড়া রোডের রায়শ্রী এলাকায় এক পাগলীকে বাঁচাতে গিয়ে সিএনজি ও ট্রাকে দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন আহত হন। আহতরা হলেন- ট্রাক চালক কমলগঞ্জ উপজেলার পতনউষার দিঘীরপার এলাকার বাসিন্দা গণেশ মালাকার, ট্রাক হেলপার সদর উপজেলার কটারকোনা গ্রামের মনমোহন মালাকার, সিএনজিচালক রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সরমপুর গ্রামের আকতার মিয়া। দুই যাত্রী ও মানসিক ভারসাম্যহীন পথচারী নারী (পাগলী) এ ঘটনায় আহত হন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি ইয়াসিনুল হক বলেন,‘আহত সিএনজি চালক মারা গেছেন। তাদের লোকজন ক্ষুদ্ধ ছিলেন। তারা এখানে এসে হই-চই-চিল্লাচিল্লি করেছে। উত্তেজিত লোকজনকে বুঝিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ।’




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT