মৌলভীবাজারে স্থানীয় শহীদ দিবস উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী
মোঃ জাকির হোসেন,মৌলভীবাজার রবিবার রাত ১১:৫৩, ২০ ডিসেম্বর, ২০২০
২০ ডিসেম্বর রোববার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মাইন বিস্ফোরনে শহীদ মুক্তিযোদ্ধার নাম ফলকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, পৌর সভার প্যানেল মেয়র মনবীর রায় মঞ্জু, প্যানেল মেয়র মো: ফয়সল আহমদ কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, ও পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
১৯ ৭১ সালের এই দিনে বিজয়ের ৪র্থ দিনের মাথায় যখন মুক্তিযোদ্ধারা বিজয়ের উল্লাসে বাড়ীতে ফেরার উদ্দ্যেশে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ক্যম্পে জড়ো হতে থাকেন,ঠিক এই মুহূর্তে হঠাৎ পাক বাহিনীর ফেলে রাখা মাইন বিস্ফোরণে কেঁপে উঠে সমগ্র বিদ্যালয় এলাকা।তখন ঘটনা স্থলেই ২৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। এরপর থেকে মৌলভীবাজারবাসি ২০ ডিসেম্বরের এই দিনটিকে স্থানীয় শহীদ দিবস হিসেবে পালন করে আসছেন ।