ঢাকা (সন্ধ্যা ৭:২২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মেঘনায় সামাজিক সংগঠনের উদ্যোগে ৫২০ পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ

মেঘনা উপজেলা ২১৩০৯ বার পঠিত
মেঘনায় সামাজিক সংগঠনের উদ্যোগে ৫২০ পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ
মেঘনায় সামাজিক সংগঠনের উদ্যোগে ৫২০ পরিবারের জন্য ইফতার সামগ্রী বিতরণ

আরিফুল ইসলাম আরিফুল ইসলাম Clock শুক্রবার ১২:৩০, ১৭ মে, ২০১৯

মেঘনা উপজেলার সব-কটি গ্রাম থেকে নির্বাচিত প্রায় পাঁচশত বিশ’টি (৫২০) দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করার উদ্যোগ গ্রহণ করেছে “মেঘনা কুয়েত প্রবাসী সমাজকল্যাণ পরিষদ”।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের প্রায় দুই শতাধিক (২০০+) সেচ্ছাসেবীদের মাধ্যমে মেঘনার প্রতিটি গ্রামের প্রায় পাঁচশত বিশ’টি (৫২০) পরিবারের নিকট আগামীকাল ১৭ই মে শুক্রবার সকাল থেকে নির্ধারিত স্থানগুলোতে এই ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হবে। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ইফতার সামগ্রী প্যাকিং এর কার্যক্রম।
ইফতার প্যাকে থাকছে খেজুর ৫০০ গ্রাম, ছোলা এক (১) কেজি, মুশরির ডাল এক (১) কেজি, সয়াবিন তেল এক (১) লিটার, চিনি এক (১) কেজি এবং এক প্যাকেট সেমাই।
তালিকাভুক্ত পরিবার গুলোকে ইউনিয়ন ভিত্তিতে ভাগ করা হয়েছে ৭টি ভাগে।
বড়কান্দা ইউনিয়নের তালিকাভুক্ত পরিবার গুলো ইফতার প্যাক সংগ্রহ করার জন্য বিকেল ৪:৩০ – ৫:১৫ মিনিট পর্যন্ত আসতে হবে বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। ভাওরখোলা ইউনিয়নের জন্য দুপুর ৩:৩০ – ৪:১৫ মিনিটপর্যন্ত কদমতলা মোড়, সকাল ১০:৩০ – ১১:৩০ মিনিট পর্যন্ত মানিকারচর ইউনিয়নের জন্য মানিকারচর বাজার, দুপুর ২:১৫ – ৩:১৫ পর্যন্ত গোবিন্দপুর ইউনিয়নের জন্য সেননগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, লুটেরচর ইউনিয়নের জন্য মোহাম্মদপুর স্ট্যান্ডে বিকেল ৫:৩০ – ইফতারের পর পর্যন্ত এবং ১১:৪৫ – ১২:৪৫ মিনিট পর্যন্ত সোনারচর নতুন বাজার থেকে ইফতার সামগ্রী সংগ্রহ করতে পারবেন। তবে, ব্রাক্ষ্মনচর, সোনারচর ও বালুচর গ্রামের তালিকাভুক্ত পরিবার সোনারচর নতুন বাজার থেকে ইফতার প্যাক সংগ্রহ করতে হবে।

সংগঠনের উদ্যোক্তা মোঃ সজিব হোসাইনের সঙ্গে ফোনে কথা বললে তিনি, মেঘনা কুয়েত প্রবাসী সমাজকল্যাণ পরিষদের জন্য সবার নিকট দোয়া চেয়েছেন এবং সকল সেচ্ছাসেবীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT