মেঘনায় মেজর(অব.) মোহাম্মদ আলী-কে সম্মাননা প্রদান
এইচএম দিদার,কুমিল্লা বুধবার সন্ধ্যা ০৭:২৭, ১০ মার্চ, ২০২১
মঙ্গলবার বিকালে দাউদকান্দি উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী মেঘনার জয়পুর গ্রামে পৌঁছলে তাকে উষ্ণ অভিনন্দনসহ ফুলেল শুভেচ্ছা জানান মেঘনা উপজেলা মানিকার চর ইউনিয়ন যুবলীগ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো.জাকির হোসেন।
এসময় মেজর(অব.) মোহাম্মদ আলীকে কে.কে মটরস এর সত্ত্বাধিকারী মো.জাকির হোসেন একটি “সম্মাননা স্মারক “প্রদান করেন।
পরে উপজেলা পরিষদ এর চেয়ারম্যান তরুণ উদ্যোক্তা জাকির এর জেডএম এগ্রো ফার্ম ও মৎস প্রজেক্ট ঘুরে দেখেন।
মেজর(অব.) মোহাম্মদ আলী বলেন,এখানে বেকারত্ব নিরসনে জাকির এলাকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থা করছে এ জন্য তাকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন,জাকির এলাকায় বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে নিজেকে জনগণের কল্যাণে বিলীন করছে। এই এলাকার সকলকে জাকির এর মতো সমাজ সেবামূলক কাজে, সামাজিক উন্নয়নের স্বার্থে এগিয়ে আসা উচিত।”
এ সময় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম,ভাইস–চেয়ারম্যান মিলন সরকার ও যুবলীগ এর সাবেক আহ্বায়ক মুজিবুর রহমান প্রমুখ।