ঢাকা (সকাল ৯:১৯) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

মেঘনায় বিদ্যুৎ বিভ্রাট, প্রচণ্ড গরমে অতিষ্ঠ মেঘনাবাসীর ক্ষোভঃ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই সমাধানের পদক্ষেপ।

মেঘনা উপজেলা ২১১২২ বার পঠিত
মেঘনায় বিদ্যুৎ বিভ্রাট, প্রচণ্ড গরমে অতিষ্ঠ মেঘনাবাসীর ক্ষোভঃ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই সমাধানের পদক্ষেপ।

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার রাত ০৮:৫০, ১৯ জুলাই, ২০১৮

গত বেশ কয়েকদিন যাবত গরম বাড়ার সাথে সাথেই বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। প্রচণ্ড গরমে প্রায় সবধরনের কার্যক্রমেই নেমে এসেছে স্থবিরতা। দিনের প্রায় বেশি সময়ই পাওয়া যাচ্ছেনা বিদ্যুৎ। এ অবস্থা নিত্য নৈমিত্তিক। ফলে প্রচণ্ড এই গরমে জনদূর্ভোগও এখন চরমে।
বিদ্যুৎ বিভাগে যখন সরকারের সবচেয়ে বেশি সফলতা সেখানে মেঘনা উপজেলায় চলছে বিদ্যুৎ আসাযাওয়ার খেলা। বিদ্যুতের এমন আসাযাওয়ার মাঝে বড় ধরনের সমস্যায় পড়েছে ব্যবসায়ী এবং এলাকায় বসবাসরত মানুষেরা।
তবে কি কারণে এমন বিদ্যুৎ বিপর্যয় তা জানতে বিদ্যুৎ অফিসের নাম্বারে কল করে পাওয়া যায়নি।
বিগত কয়েকদিন থেকে প্রতিদিন অসংখ্যবার বিদ্যুতের এমন আসাযাওয়া চলছেই। এতে ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীসহ জনসাধারণ।
এদিকে প্রতিনিয়ত বিদ্যুৎ বিভ্রাটের কারণে শিক্ষার্থীরাও পরেছেন বিপাকে। তবে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের নেই কোন মাথাব্যথা।
এলাকার অনেকেই প্রশ্ন তুলেছেন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে।

তাদের অনেকেই বলেনঃ জনসমর্থন ও ভালোবাসা পেতে চাইলে জনস্বার্থে কাজ করুন। শুধু দলীয় পদবী নিয়ে মুখে মুখে এটা করব সেইটা করব বললে হবে না। অনেকেই আপনাদের সামনে থাকলে সালাম দিলেও, দূরে গেলে গালি দেয়। আপনাদের অনুরোধ করে বলব, জনসাধারণের কাছে থেকে সত্যিকারের ভালবাসা পেতে হলে তাদের পাশে দাঁড়ান, বিদ্যুতের সমস্যা সমাধান করেন।

অন্যএকজন বলেনঃ মেঘনার মধ্যে নেতার অভাব নেই! কেউ এমপি, কেউ চেয়ারম্যানসহ অন্যান্য পদে জনপ্রতিনিধি হতে মহা প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়ে পরেছেন, আপনারা কেউ কি সাধারণ জনতার কথা ভাবছেন?
যদি ভাবতেনই তাহলে মেঘনাবাসীকে এতো দুর্ভোগের শিকার হতে হতো না।

আরো একজন বলেনঃ প্রতি দিন ও রাতে বিদ্যুৎ থাকে না। তীব্র গরমে অতিষ্ঠ ছোট বাচ্চাদের থেকে শুরু করে সব বয়সি মানুষ গরমে দিশাহারা হয়ে পড়েছে, ছাত্র ছাত্রীরা সন্ধ্যায় লেখাপড়া করে কেউ মোমবাতি কেউ চার্জ লাইট দিয়ে, তাহলে কিভাবে মেঘনা উপজেলা ডিজিটাল রুপে লাভ করবে।

প্রচণ্ড গরমে বিদ্যুৎ বিভ্রাট সমস্যা সমাধান করে বিদ্যুৎ সরবরাহ করার কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের উর্ধতন কর্মকর্তা ও উপজেলার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT