ঢাকা (রাত ১২:৪৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মেঘনায় যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন, থানায় মামলা

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি, কুমিল্লা হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি, কুমিল্লা Clock বৃহস্পতিবার রাত ১১:৩২, ৭ সেপ্টেম্বর, ২০২৩

চুরির অভিযোগ এনে রাসেল নামের এক যুবককে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটছে।

কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড’র আলম মেম্বার’র বিরুদ্ধে এমন অভিযোগ ওঠেছে। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন ভাসছে।

এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে, গা ঢাকা দিয়ে দিয়েছেন স্থানীয় ইউপি সদস্যসহ ঘটনার সঙ্গে জড়িতরাও।

 

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১০র টার দিকে টিউবওয়েল চুরির অভিযোগ এনে এক যুবককে গাছের সঙ্গে দড়ি দিয়ে উল্টো করে হাত পা বেঁধে ইউপি সদস্য আলম মিয়া ঐ যুবককে নির্মমভাবে নির্যাতনের বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানার উপ-পরিদর্শক(এসআই) আব্দুল আজিজ।

 

১ মিনিট ৯ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, যুববককে চোর আখ্যা দিয়ে বেধড়ক হাতে থাকা লাঠি দিয়ে পেটাচ্ছেন।

এই ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়লে তা পরক্ষণেই ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে যুবক নির্যাতনকারী ইউপি সদস্যকে অনেক কাকুতি মিনতি করেও বলতে শোনা যায়, আমার একটা পোলা একটা মাইয়া আছে ছোড আমার বাড়িঘর নেই।আমাকে মাফ কইরা দেন।

এমন আকূল আবেদনের পরেও পাষাণ হৃদয়ের অধিকারী ইউপি সদস্য আলমের মন গলেনি।

 

এ বিষয়ে জানতে অভিযু্ক্ত আলম মেম্বার বলেন, আমি গিয়ে দেখি এলাকার লোকজন তাকে গাছে বেঁধে পেটাচ্ছে। তাই আমি তাকে গণপিটুনি থেকে বাঁচানোর জন্য কয়েকটি আঘাত করেছি। তা নাহলে জণগণ পিটিয়ে জখম করে ফেলত।

সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) নাজমুল হুসেন জানান, এ বিষয়ে মেঘনা থানায় একটি মামলা রজু করা হয়েছে।

মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেনের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ না করায় কিছু জানা যায় নি।

নির্যাতনের স্বীকার হওয়া যুবকের বাড়ি পার্শ্ববর্তী উপজেলার হোমানা উপজেলার চম্মক নগর কুদ্দুস মিয়ার ছেলে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT