মানিকার চর ইউনিয়নের জনগণ আমার অক্সিজেন : চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার বিকেল ০৪:৫৩, ১৪ মার্চ, ২০২১
ধনের মানুষ,মানুষ নয়,মনের মানুষই মানুষ।
এ সমাজে অনেকেই ধনী,কিন্তু মন নেই। মানুষের উপকারে যার মন কাঁদে না সেইজন আর মানুষ হয় কী করে! মো.জাকির হোসেন। মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন যুবলীগ এর সভাপতি।
ছবির এ মানুষটি সত্যিকার অর্থে একজন বড় ও উদার মনের মানুষ। চতুর্থ প্রজন্মের এ যুগে তরুণ প্রজন্মকে কাছে টানছেন বুকভরা ভালোবাসা দিয়ে।
সমাজ সেবায় নিজেকে বিলীন করে তিনি বিরল এক উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে চলছেন।
আসন্ন ইউপি নির্বাচনে মানিকার চর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ আ.লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী মো.জাকির হোসেন বলেন,” মানিকার চর ইউনিয়নের জনগণের ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। তারা আমাকে যেভাবে গ্রহণ করেছে এটা বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে আমার জীবনে।
আমি আমৃত্যু তাদের সেবা করে যেতে চাই।
তিনি আরো বলেন,এই জনপথ এই ইউনিয়নের জনগণ আমার অক্সিজেন। অক্সিজেন ব্যতীত যেমন মানুষ বাঁচতে পারে না।তেমনি আমিও এলাকার মানুষের ভালোবাসা ব্যতীত বাঁচতে পারবো না।
আমি যদিও ব্যবসার কাছে ব্যস্ত থাকি তবুও আমার মন পড়ে থাকে আমার এলাকার মানুষের কাছে। আমি সময় ও সুযোগ পেলেই মানুষের ভালোবাসা, আবেগ, দরদ গায়ে মাখতে চলে আসি গ্রামে।
তিনি আরো বলেন,মানুষ তো সেই প্রকৃত মানুষ। যে মায়ের টান, নাড়ীর টান হৃদয় ধারন করে বেঁচে থাকে। এই টান শিকড়ের টান। এই টান দায়িত্ববোধ এর টান।
আমি আমার এলাকার মানুষের জন্য ভিন্ন কিছু করে যেতে চাই।“