ঢাকা (সকাল ১০:২৮) মঙ্গলবার, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মাই টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কক্সবাজারে ত্রান বিতরণ

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শনিবার দুপুর ০৩:২৬, ২ মে, ২০২০

শফিউল আলম, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ বিশ্ব মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সাড়া দেশ জুড়ে লকডাউন অব্যাহত রয়েছে। কর্মহীন হয়ে নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে। অনিশ্চিত জীবন নিয়ে বেঁচে থাকার কঠিন লড়াই করে চলছেন। এমন কঠিন সময়ে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাই টিভির ১১ তম জন্মদিন উপলক্ষে কক্সবাজারে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন মাই টিভির কক্সবাজার প্রতিনিধি এম সাইফুল ইসলাম ও গোলাম আরিফ লিটন।

গত ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে রামু উপজেলা দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নিজের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনায় কর্মহীন অসহায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।

মাই টিভির ১১ তম বর্ষ পূর্তিতে আসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করায় সাধুবাদ জানিয়ে পৃথক পৃথকভাবে শুভেচ্ছা জানান, তথ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য কক্সবাজার সদর-রামু ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন প্রমুখ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT