ঢাকা (দুপুর ১:৪৭) শনিবার, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


মহেশখালীতে মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সার্ভিস সেন্টার উদ্বোধন

শফিউল আলম,কক্সবাজার শফিউল আলম,কক্সবাজার Clock মঙ্গলবার বিকেল ০৫:৩৫, ২৬ জানুয়ারী, ২০২১

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেডের মহেশখালী অফিসের হলরুমে মহেশখালী সার্ভিস সেন্টারের ইনচার্জ মোঃ ইমরান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

২৫ শে জানুয়ারি সকাল ১০ দশটায় অফিস উদ্বোধনে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সার্ভিস সেন্টারের বিএম মোহাম্মদ এনামুল করিম।মার্কেন্টাইল ব্যাংকের মহেশখালী ব্রাঞ্চ অফিসের বিভিন্ন অফিসে কর্মরত আরিফুল্লা, শাহিদা আজিজ, মিরাতুল জান্নাত,জসীম উদ্দীন এর একটি ইসলামিক সংগীত পরিচালনার মধ্য দিয়ে উদ্বোধনী আলোচনা সভা শুরু হয়।

উক্ত উদ্বোধনী সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য পেশ করেন মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইদুল আমিন। অনুষ্ঠানে গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ডিভিশনের মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এস ই বি পি অ্যান্ড ইনচার্জ মনির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আইটি গিয়াস উদ্দিন মোহাম্মদ মনসুর ,প্রধান কার্যালয়ের ইনচার্জ  এডমিন কাজী মোহাম্মদ মোঃ মনির হোসেন, প্রেসক্লাবের সভাপতি আবুল বাশার পারভেজ,কক্সবাজার প্রতিদিন এমবি টিভির বিশেষ প্রতিনিধি তারেক আজিজ।

সভায় আরো বক্তব্য রাখেন মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মহেশখালী উপজেলার সিনিয়র অফিসার বাংলাদেশের সেরা পুরস্কার প্রাপ্ত সাবেকুন্নাহার ,শাহাবুদ্দিন হিরু, জসীম উদ্দীন সহ আরো অন্যরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ বেলাল উদ্দিন রেজভী ,বদরখালী জোনাল অফিস।আলোচনা শেষে অতিথিদের মধ্যে মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস সেন্টারের বীমা কর্মীরা উদ্বোধনী সভায় আগত অতিথিদের ক্রেস্ট উপহার দেন।

আলোচনা সভায় মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল আমিন জানান মহেশখালী দ্বীপ উপজেলা হলেও এখানকার কর্মীরা বীমার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।অতি অল্প সময়ের মধ্যে মহেশখালীর বীমা কর্মীরা যে অংকের পলিসি দিয়েছে তা এই লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জন্য অত্যন্ত বিরল। মহেশখালীর মেয়েরা বীমা কাজে যে অনন্য সফলতা দেখিয়েছেন তা চলমান রাখতে পারলে অচিরেই সারা বাংলাদেশ এ মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স মহেশখালী শাখা প্রথম স্থান অর্জন করার গৌরব অর্জন করবে। সাধারণ মানুষের ভাগ্যের কথা চিন্তা করে।নিরাপত্তার কথা বিবেচনা করে বীমাকর্মী ও গ্রাহকদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে আদায় করতে হবে। ভালো ব্যবহার নীতি-নৈতিকতা মেনে চলে কাজ করতে পারলে মার্কেনটাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সফলতা আসবে। আর সফলতার জন্য অনন্য ভূমিকা রাখবে গ্রামের বীমা কর্মীরা।বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা প্রতিটি ঘরে ঘরে যেমন কর্মসংস্থান তৈরি হবে তেমনি ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠার ক্ষেত্রে মার্কেন্টাইল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্ম পরিধি সরকারের কাছে সুনাম অর্জন করবে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT