ঢাকা (সন্ধ্যা ৭:৩৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


মনিরামপুরে ধর্ষণ,শিশু নির্যাতনকারীদের দ্রুত শাস্তির দাবিতে বন্ধনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মো; আলম,যশোর মো; আলম,যশোর Clock রবিবার সন্ধ্যা ০৬:০৫, ১১ অক্টোবর, ২০২০

যশোর মনিরামপুুুরে দেশব্যাপী শিশু-কিশোরী, নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িতদের গ্রেফতারসহ সর্বোচ্চ শাস্তির দাবীতে  বাংলাদেশ সেচ্ছাসেবী সংস্থা বন্ধনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর পৌরশহরের প্রেসক্লাব ভবনের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটি প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য, মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু।

বন্ধনের সিনিয়র সদস্য হাসিব রাজার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা ছাত্রলীগনেতা, বর্তমানে তরুণ আওয়ামীলীগনেতা সন্দীপ ঘোষ, যুবলীগনেতা আনিসুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির, মণিরামপুর সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান দ্বীপ, ছাত্রলীগনেতা পরশসহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিল আয়োজনকারী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অপরাধী যত বড় ক্ষমতাশালী হোক না কেন তাকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নারী নির্যাতনকারী ও ধর্ষকরা মানুষ নামের কলংক, এদের কোন সমাজ নেই, কোন দল নেই। এ সমস্ত কলঙ্কিত মানুষ দ্বারাই আজ ধর্ষণ, শিশু-নারী নির্যাতন হচ্ছে। এগুলো বন্ধ করতে হলে দোষীদের আইনের আওতায় এনে অতি দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করা সহ মৃত্যুদন্ডের বিধান দ্রুত করতে হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT