মঞ্চ নাটক চলাকালে শিল্পীরা অসুস্থ, নাশকতার আশঙ্কা
এস এম সাখাওয়াত জামিল দোলন মঙ্গলবার রাত ১০:৩৮, ২৭ জুন, ২০২৩
এবার “ফলাফল নিম্নচাপ” নাটক মঞ্চায়িত হবার সময় বিষক্রিয়া জণিত কারণে মঞ্চেই অসুস্থ হয়েছেন ১৮ জন অভিনয় শিল্পী। সোমবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে এই ঘটনা ঘটে। একাডেমির কালচারাল অফিসার একে নাশকতা বললেও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন।
জানা যায়, বিশিষ্ট নাট্যকার মমতাজ উদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ নাটকটি মঞ্চায়িত হচ্ছিল চাঁপাইনবাবগঞ্জের জেলা শিল্পকলা একাডেমির মঞ্চে। কিন্তু নাটক চলাকালে হঠাৎ অভিনয় শিল্পীরা অসুস্থ বোধ করতে থাকেন। এ সময় তাদের শরীর চুলকাতে থাকে। পরে নাটক বন্ধ রেখে তাদের হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসার জন্য।
অসুস্থ নাট্য শিল্পীরা হলেন- শহিদুল ইসলামের ছেলে করিমুল্লাহ (২৭) ও আবু সাঈদ (২১), সেলিমের ছেলে সিহাব সারোয়ার (২০), আব্দুল মালেকের ছেলে নারিন হাসান (১৯), শাহজাহানের মেয়ে সাহনিনা (২৩), আবুল কালামের ছেলে সারিউল (২৭), জাহিদ হাসানের মেয়ে মাহমুদা (১৪), নাইমুদ্দিনের মেয়ে রাশিদা, টুল চানের ছেলে নিরব (১৮) এবং মিতেন সিংহের ছেলে রক্তিম সিংহ (১৫)।
এ বিষয়ে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল বলেন, একাডেমিতে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ফলাফল নিম্নচাপ’ চলাকালে একে একে ১৮ জন অভিনয় শিল্পী বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধীরা নাশকতা করে থাকতে পারে। কারণ মাঝে মধ্যেই শিল্পকলাতে অনুষ্ঠান চলাকালে কোন না কোন অঘটন ঘটে। এর আগেও নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হয়েছে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ড. এসএম মাহমুদুর রশিদ বলেন, কোনো কেমিক্যাল অথবা বিষ জাতীয় কোনো পাউডার থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটিকে এলার্জিক রিঅ্যাকশন বলে। এলার্জির কারণে চুলকানির সৃষ্টি হলে এতে অসুস্থ হয়ে পড়েন রোগীরা।
এ প্রসঙ্গে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব জানান, এ ঘটনার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে ‘ফলাফল নিম্নচাপ’ নাটকে অভিনয়ের জন্য শিল্পকলা একাডেমি থেকে বিশেষ পোশাক দেয়া হয় শিল্পীদের। ওই বিশেষায়িত পোশাক পরে অভিনয় করার সময় তাদের শরীরে চুলকানি শুরু হয়।
তিনি আরো বলেন, শিল্পীদের পোশাক ও পোশাক রাখার জায়গা অত্যন্ত নোংরা ছিল বলে শুনেছি। অনেকেই পোষাকের মধ্যে শুয়োপোকা দেখতে পেয়েছে বলে জানিয়েছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এই খবর পেয়ে হাসপাতালে ছুটে যান সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার আব্দুর রাকিবসহ জেলা প্রশাসনে উর্ধ্বতন কর্মকর্তারা।