ঢাকা (রাত ১:০৫) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ৫ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক!

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় ৫ ভুয়া ম্যাজিস্ট্রেট আটক!

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০৯:২০, ২ অক্টোবর, ২০১৯

এমএ ইউসুফ, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বেকারিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে গিয়ে পাঁচ ভূয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দানকারী যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলা চান্দাশ ইউনিয়নে বাগডোব এলাকায় এ ঘটনা ঘটে। পরে থানা পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন, ঢাকার মিরপুরের মনির উদ্দিনের ছেলে নয়ন (৩১), দিনাজপুর জেলার মৃত রমজান সরকারের ছেলে আনন্দ সরকার (২৬), নারায়নগঞ্জ জেলার আব্দুর রশিদের ছেলে বিল্লাল হোসেন (৪০), চাঁদপুর জেলার আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন (৪২) ও মাইক্রোবাসের চালক ঝালকাঠি জেলার আলম খানের ছেলে রুবেল হোসেন (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চান্দাশ ইউনিয়নের বাগডোব এলাকায় ‘রুপালী বেকারী’ তে অভিযান পরিচালনা করেন ওই পাঁচ যুবক। এরপর তারা দোকান মালিকের ২লাখ টাকা জরিমানা করা হবে বলে ভয়ভীতি দেখানো হয়। দুই লাখ টাকা জরিমানার কথা শুনে দোকানদারের মনে সন্দেহের সৃষ্টি হয়। অভিযানের সময় আশপাশের লোকজন সেখানে জমায়েত হতে থাকে। এতে করে ওই যুবকরা কৌশলে মাইক্রোবাস নিয়ে সটকে পড়ার চেষ্টা করে।  পরে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে এবং থানা পুলিশকে বিষয়টি অবগত করে। পরে পুলিশ গিয়ে ওই পাঁচ যুবককে আটক করে থানায় নিয়ে আসে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরর প্রক্রিয়া চলছে। তারা প্রতারক চক্র। বিভিন্ন জায়গায় তারা ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে চাঁদাবাজী করে আসছিল।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT