ঢাকা (রাত ১১:২৮) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও জরিমানাসহ সরঞ্জামাদি জব্দ

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock শনিবার রাত ১০:১৯, ১৯ সেপ্টেম্বর, ২০২০

যশোরের কেশবপুরে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করে বাউশলা গ্রামের একটি মাছের ঘের থেকে বালু উত্তোলন বন্ধ ও মেশিন জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ৷

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, (১৮ সেপ্টেম্বর) শুক্রবার ৪ নং বিদ্যানন্দকাটী ইউনিয়নের বাউশলা গ্রামের নিজস্ব মাছের ঘের থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন একই গ্রামের মৃত হাসেম আলী মহলদারের ছেলে মোসলেম মহলদার। এমন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ঘটনাস্থলে পৌঁছে সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও অন্যান্য সরঞ্জামাদিসহ মেশিন জব্দ করেন ৷ এ ঘটনায় আসামি মোসলেম মহলদারকে (বালু মহল ও মাটি সংরক্ষণ আইন ২০১০ এর ১৫/১ ধারায়) ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করেন ৷

এ ব্যাপারে কেশবপুর উপজেলা ভূমি অফিসের নাজির ফারুক হোসেন জানান, বাউশলা গ্রামের নিজস্ব মাছের ঘের থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন মোসলেম মহলদার ৷ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামাদিসহ মেশিন জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে ৷




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT