ঢাকা (সন্ধ্যা ৭:৪৩) বৃহস্পতিবার, ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় চোরাই গরুসহ আটক ২

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ১১:৪৭, ১৫ সেপ্টেম্বর, ২০২২

ভোলার তজুমদ্দিন দুটি চোরাই গরুসহ মো. মাইনুদ্দিন (৩৩) ও মোসলে উদ্দিন (৩৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় গরু চুরির একটি মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারীর দোকানের পূর্ব পাশে আসামী মাইনুদ্দিন বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় গরু দুটি উদ্ধার করা হয়। পুলিশ এ সময় গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইনুদ্দিন ও মোসলে উদ্দিন নামের দুইজনকে আটক করেন।

আটককৃত মাইনুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত সাইদুল হকের ছেলে ও মোসলে উদ্দিন উপজেলার কাজি কান্দি গ্রামের ৪নং ওয়ার্ডের মৃত রফিজলের ছেলে।

আটককৃত মাইনুদ্দিন বলেন, ১০/১২ দিন আগে মোসলেউদ্দিন ও ইউনুস সিপাহীর কাছ থেকে ৩৯ হাজার টাকায় একটি গরু কিনেছিলেন।

তজুমদ্দিন থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) শামীম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা চাঁদপুর ইউনিয়নের পাটওয়ারি দোকানের পূর্ব পাশে মৃত সাইদুল হকের ছেলে মাইনুদ্দিনের বসতঘরের কাছে গাছের সাথে বাঁধা অবস্থায় দুটি গরু উদ্ধার করেন। এসময় গরু চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাইনুদ্দিন ও মোসলে উদ্দিন নামের দুইজনকে আটক করা হয়।

এ ঘটনায় গরুর মালিক আব্দুল কাদির বাদী হয়ে ৩ জনকে আসামী করে তজুমদ্দিন থানায় একটি মামলা দায়ের করেছেন বলে এই কর্মকর্তা জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT