ঢাকা (সকাল ৬:১৯) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলাহাটে  মুক্তিযোদ্ধা বাছাই কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪৮, ১১ ফেব্রুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির অনিয়মের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। পরে মানববন্ধন শেষে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ করা হয়।

বৃহস্পতিবার সকাল ১০ টায় মেডিকেল মোড়স্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সীমাহীন অনিয়ম, অবিচার ও স্বজননপ্রীতির মাধ্যমে গেজেটভুক্ত ‘ক’ শ্রেণির ৩৮ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করার সুপারিশ করেছে। আর সাক্ষী প্রমান থাকা সত্বেও সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়নি। এমনকি লাল মুক্তি বার্তায় ৩ জনের নাম থাকা স্বত্ত্বেও তাদেরকেও বাতিল করা হয়েছে।

যার মাধ্যমে এই ৩৮টি পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। আর তাই মানববন্ধন থেকে স্থানীয়ভাবে পূণরায় যাচাই-বাছাই করার দাবী জানানো হয় ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT