ঢাকা (রাত ৩:০১) বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভারতের রপ্তানী বন্ধে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে আলু পেঁয়াজের দাম

সোনামসজিদ স্থল বন্দর
সোনামসজিদ স্থল বন্দর

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock বুধবার বিকেল ০৪:১২, ২৭ নভেম্বর, ২০২৪

প্রতিবেশী বন্ধু দেশ ভারত তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানী বন্ধের পরপরই উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে এই দুই নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আলুর দাম কেজিতে বেড়েছে ৫ টাকা এবং পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকার মতো। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে পৌর এলাকার পুরাতন বাজার ও নিউমার্কেট কাঁচা বাজার ঘুরে এবং শিবগঞ্জ কাঁচাবাজারে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

 

এ বিষয়ে ব্যবসায়ীরা বলেন, শুনেছি ভারত তাদের পেঁয়াজ ও আলু আমাদের দেশে রপ্তানী করা বন্ধ করে দিয়েছে। ভারত থেকে পেঁয়াজ ও আলুর না আসার খবরে ক্রেতারা বেশি বেশি করে সেগুলো কিনছে। দূর্ভিক্ষের ভয়ে স্টক করছে বাড়িতে। আর তাই গতকাল সোমবার যে ইন্ডিয়ান পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে বিক্রি করেছি মঙ্গলবার বিকেল থেকে সেই পেঁয়াজ বিক্রি করছি ৮০ থেকে ৮৫ টাকায়। আগামীকাল দাম আরও বাড়তে পারে।

 

ব্যবসায়ীরা আরো বলেন, আসলে দোষ আমাদের। তবে কালকে থেকে বেশি দাম ধরবে বলে জানিয়েছেন আড়তদাররা। তাই বিকেল থেকে বিক্রেতারা বেশি দামে পেঁয়াজ ও আলু বিক্রি করছে।

 

আরিশা ট্রেডার্সের স্বত্বাধিকারী আলমগীর জুয়েল বলেন, মঙ্গলবার সকাল থেকে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ ও আলু ভর্তি কোনো ট্রাক প্রবেশ করেনি। কারণ আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এছাড়া আগের এলসি করা পেঁয়াজগুলোও দিচ্ছেন না ভারতীয় ব্যবসায়ীরা।

 

এদিকে শিবগঞ্জের জি.এল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল ইসলাম বলেন, গতকাল সোমবার থেকে ভারতের পেঁয়াজ ও আলু আসছে না। এজন্য দাম বাড়ছে। এমন চলতে থাকলে দাম আরও বাড়বে বলেও জানান তিনি।

 

এ বিষয়ে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলামের সাথে রাতেই তার মুঠোফোনে যোগাযোগ করলে জানান, গতকাল সোমবার (২৫ নভেম্বর) সোনামসজিদ স্থলবন্দর দিয়ে মাত্র তিন গাড়ি আলু এসেছিল কিন্তু আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) নিত্য প্রয়োজনীয় আলু ও পেঁয়াজ কোনোটাই আসেনি। তবে অন্যান্য পণ্য এই বন্দর দিয়ে প্রবেশ করেছে বলেও জানান তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT