ঢাকা (রাত ২:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বড়লেখায় সৌরবিদ্যুৎ বিতরণ

মোঃইবাদুর রহমান জাকির,সিলেট মোঃইবাদুর রহমান জাকির,সিলেট Clock সোমবার দুপুর ০১:৪০, ৭ সেপ্টেম্বর, ২০২০

আর্ত মানবতার সংঘটন মৌলভীবাজারের বড়লেখা ফাউন্ডেশন ইউঃকে এর অর্থায়নে ও বড়লেখা উপজেলার যু্বশক্তি সমাজকল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় পৌর ও উপজেলার সু্বিধাবঞ্চিত শিক্ষিত দুটি পরিবারকে “উপহার স্বরুপ” স্যোলার প্যানেল (সৌর:বিদ্যুৎ) তুলে দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন বড়লেখা ফাউন্ডেশন ইউঃকে এর সভাপতি সোহেল রহমান,যু্বশক্তি পরিষদের সিনি:সহ:সভাপতি আমিনুল বাবলু,সহ:সভাপতি জামিল আহমদ,সহ:সাংগঠনিক সম্পাদক মিনহাজুল হুোসেন রিপন,সহ:প্রচার সম্পাদক আরিফ আহমদ,সহ:ক্রিড়া সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ ও সহ:প্রচার সম্পাদক তুহীন আহমদ।

বড়লেখা ফাউন্ডেশন ইউঃকে’রসভাপতি সোহেল রহমান বলেন,উপজেলার অসহায় ও সু্বিধাবঞ্চিত মানুষের কল্যাণে এক যোগে কাজ করে এগিয়ে নিতে উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংঘটনের সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT