বড়লেখার কলেজ পৌর ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ কামরুজ্জামান শনিবার দুপুর ০৩:৩২, ২৫ এপ্রিল, ২০২০
মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গৃহবন্দি নিম্নআয়ের মানুষের মাঝে রমজান মাসের খাদ্যসামগ্রি উপহারস্বরূপ বিতরণ অব্যাহত রেখেছে মৌলভীবাজারের বড়লেখা পৌর ও কলেজ ছাত্রলীগ। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবি ও নিম্নআয়ের মানুষ।শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পৌর ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে পৌরসভার সকল ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নিম্নআয়ের ১৫০টি পরিবারের প্রত্যেককে খাদ্যসামগ্রি বিতরণ করা হয়।খাদ্যসামগ্রির মধ্যে ছিলো ৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রি পৌঁছে দেন পৌর ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ। রমজান উপহারসামগ্রি পৌঁছানোর সময় উপস্থিত ছিলেন পৌর ছাত্রলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন রিমন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তওহিদুল ইসলাম ফরহাদ ও পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ মালিক, সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন (জয়), পৌর ছাত্রলীগ নেতা মোহাম্মদ মান্না, সাহান আহমদ। এছাড়াও কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, সহ-সভাপতি শোভন দত্ত, সহ-সভাপতি মুহিবুর রহমান সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ মুহতাছিম মাহদী, যুগ্ম সাধারণ সম্পাদক সৌরভ দাস, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শিপু দাশ, সাংগঠনিক সম্পাদক তারেক সিদ্দিকী প্রমুখ।