ঢাকা (দুপুর ১:০৮) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বিএনপি ছাড়লেন সিলেটের জামান

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock বৃহস্পতিবার বিকেল ০৫:০১, ১৯ আগস্ট, ২০২১

সিলেটের জামান, স্বনামেই পরিচিত সর্বত্র। সিলেটের জাতীয়তাবাদী ঘরানার রাজনীতির অন্যতম এক অনড় ও আপোষহীন নেতৃত্ব হিসাবে পরিচিত সামসুজ্জামান জামানও অবশেষে বিএনপি ছাড়লেন। দলটির সাথে তিন যুগের সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

বুধবার (১৮ আগস্ট ) সন্ধ্যায় সিলেটে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে তিনি এ ঘোষণা দিয়েছেন।

ব্রিফিংকালে তিনি বিএনপি মহাসচিব বরাবর পাঠানো দলের কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের পদ থেকে তার পদত্যাগ পত্রের বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

এ সময় তিনি দল থেকে পদত্যাগের কারণ হিসাবে উল্লেখ করেছেন, দলে ত্যাগী নেতাদের মূল্যায়ন না হওয়া, সিলেট জেলা ও মহানগর বিএনপির কমিটি ঘোষণা বা গঠনের সময় তার সাথে আলোচনা না করা, মাঠে বন্ধুকের নলের সামনে বুক চিতিয়ে দলের জন্য কাজ করা নেতাকর্মীদের অবমূল্যায়ন ইত্যাদি।

সামসুজ্জামান জামান ঘোষণা দিয়েছেন, এখন থেকে তিনি দেশ এবং মানুষের জন্য রাজনীতি করবেন। এমন রাজনীতিতে কোন দলের লেজুড়বৃত্তির প্রয়োজন হয়না বলেও তিনি উল্লেখ করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT