ঢাকা (সন্ধ্যা ৬:৫৬) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাবা’র হত্যাকারীর ফাঁসি চাইলেন ছেলে

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার রাত ০৮:৪৪, ১১ নভেম্বর, ২০২৪

কুমিল্লার চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ড আবুল হাসিম (৬৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

 

সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরের শহীদ হারুন পার্কের সামনে ‘গৌরীপুরের সর্বস্তরের জনগণ ও এসএসসি ৯৮ ব্যাচে’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

 

মানববন্ধনে নিহতের ছেলে মনোয়ার হাসিব মামুন কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার বাবা প্রায় ২২ বছর ধরে চৌদ্দগ্রামে রবি আজিয়াটা টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতো। বাবাকে দুবৃর্ত্তরা হাত-পা, চোখ বেঁধে নির্মম ভাবে হত্যা করেছে। আমাদের ধারণা দুবৃর্ত্তরা অপরাধ সংঘটিত করার সময় বাবা তাদেরকে চিনে ফেলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্ত দুঃখের বিষয় বাবার হত্যাকাণ্ডের পর রবির কোন কর্মকর্তা আমাদের কোন খোঁজ-খবর নেয়নি। পুলিশ এখন পর্যন্ত মামলার কোন আসামি গ্রেফতার করতে পারেনি। আমরা বাবার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানাচ্ছি।

 

গৌরীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ শেখ মোঃ বিপ্লব বলেন, আবুল হাসিম ২২ বছর ধরে রবি টাওয়ারে চাকরি করতেন। কিন্ত হত্যাকাণ্ডের পর অনেকদিন অতিবাহিত হলেও রবি কর্তৃপক্ষ নিহতের পরিবারের পাশে দাঁড়ায়নি বিষয়টি দুঃখজনক। আমাদের দাবি আপনারা দ্রæত পরিবারের পাশে দাঁড়ান। নয়তে আমরা গৌরীপুরে রবি সিম বর্জনের ডাক দেবো’।

 

গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, প্রশাসনের কাছে আমাদের দাবি আপনার দ্রæত আসামি গ্রেফতার করে হত্যার রহস্য উদঘাটন করবেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। নয়তো আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।

 

¡মানবন্ধন কর্মসূচিতে অংশ নেন নিহতের বড় ভাই মো আলী হায়দার, গৌরীপুর প্রেসক্লাবের সহসভাপতি আলী হায়দার রবিন, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, সদস্য কাজী আব্দুল্লাহ আল-আমিন, এসএসসি ৯৮ ব্যাচের সদস্য বদরুজ্জামান, নিহতের ছোট ভাই আব্দুল হেলিম, ভাতিজা আরিফ আহম্মেদ প্রমুখ।

 

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার অফিসার ইনর্চাজ (ওসি) এটিএম আকতারুজ্জামান সাংবাদিকদের বলেন, আবুল হাসিম হত্যা মামলাটি পুলিশ তদন্ত করছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি ধরার চেষ্টা চলছে। আসামি গ্রেফতার নিয়ে পুলিশ গড়িমসি করছে এই অভিযোগ সত্য নয়।

 

প্রসঙ্গত, আবুল হাসিমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের কাউরাট চকপাড়া গ্রামে। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার ফালগুন করায় রবি টাওয়ারে সিকিউরিটি গার্ডের চাকরি করতেন। গত ১৯ অক্টোবর আবুল হাসিম সেখানে হত্যাকাণ্ডের শিকার হন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT