ঢাকা (দুপুর ১:১৪) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে ভারত: ডা. জাহিদ

রাজনীতি ২৪৫ বার পঠিত
Dr. Jahid

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock শনিবার বিকেল ০৪:৫৭, ৭ ডিসেম্বর, ২০২৪

ভারত বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে ভারত ও পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা করেছে ভারতের উগ্রবাদীরা।’

নিজের দেশে সংখ্যালঘুরা নির্যাতিত, সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা। ‘ভারত বাংলাদেশের মানুষকে বিপথগামী করার চেষ্টা করছে। উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষকে বিভাজনের দিকে ঠেলে দিচ্ছে।’

জনগণ কোনও ষড়যন্ত্র মেনে নেবে না উল্লেখ করে ডা. জাহিদ হোসেন বলেন, ‘খুন, লুটপাট আর নির্যাতনের কারণে বিচারের মুখোমুখি হবে ভেবেই আওয়ামী লীগ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ভয়েস অব টাইমসের উদ্যোগে এক প্রতিবাদী যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভয়েস অব টাইমসের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি শহিদুল ইসলাম, জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি মহসীন হোসেন।

উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশিদুল হক, জাতীয় প্রেসক্লাবের নির্বাহী সদস্য মমিন হোসেন, রমনা থানা জামায়াতের সাবেক আমির আব্দুস সাত্তার সুমন, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহাজা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেব।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, ওরা আমাদের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেনি, ওরা আমাদের কলিজায় আগুন লাগিয়েছে। দূতাবাসে হামলা ও আগ্রাসন বাংলাদেশের ১৮ কোটি মানুষ জীবন দেবে কিন্তু পরাজিত হবে না। আমরা ভারতের গণমাধ্যম ও রাজনৈতিক নেতাদের বাংলাদেশ বিরোধী প্রচারণার তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদে পশ্চিমবঙ্গের বিজিপি নেতা সুভেন্দু ও আর বাংলার কুলাঙ্গার সাংবাদিক ময়ুকের প্রতিকী ছবিতে অগ্নিসংযোগ করেছি, ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করা না হলে কঠিন জবাব দিবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT