ঢাকা (ভোর ৫:৪৯) বৃহস্পতিবার, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বর্ণাঢ্য আয়োজনে ঢাকা প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অন্যান্য ২৫৮ বার পঠিত

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock শনিবার রাত ১০:৫৯, ১৬ নভেম্বর, ২০২৪

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঢাকা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার রাজধানীর মিরপুর-১ তামান্না ওয়ার্ল্ড পার্কে নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঢাকা প্রতিদিনের দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন। কর্মসূচিগুলো ছিলো কেক কাটা, আলোচনা সভা, এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ড. মোহাম্মদ আবু তারিক।

 

অগণিত পাঠকের ভালোবাসায় সিক্ত দেশের অন্যতম শীর্ষ দৈনিক ঢাকা প্রতিদিন। সুখী-সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলতে তারুণ্যের স্বপ্ন বাস্তবায়নে সব সীমাবদ্ধতা জয় করার প্রত্যয় ব্যক্ত করে ঢাকা প্রতিদিন একদশক পেরিয়ে ১১তম বর্ষে পদার্পণ করল।

দশম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ঢাকা প্রতিদিনের জেলা উপজেলা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

 

ঢাকা প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক মনজুরুল বারী নয়ন -এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য দেন বিসিআইসি কলেজের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মসিউল আজম, বিসিআইসি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মইনুল আহসান বাদল, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, ঢাকা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক নার্গিস আক্তার, দৈনিক খবর বাংলার সম্পাদক জাকির হোসেন মোল্লা প্রমূখ।

 

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন – ঢাকা প্রতিদিন’র নির্বাহী সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, মফস্বল সম্পাদক রিয়াজুর রহমান রিয়াজ, চীফ রিপোর্টার তানিম আহমেদ, চলচ্চিত্র অভিনেতা তারুন্য হিরা, খল অভিনেতা এল.আর. খান সীমান্ত, স্টাফ রিপোর্টার মাহফুজ জাহিদ, সোহাগ হাওলাদার, বিজ্ঞাপন ম্যানেজার তরিকুল ইসলাম মাসুম, নারায়ণগঞ্জ বন্দর প্রেসক্লাবের সভাপতি কমল খানসহ পত্রিকার বিভাগীয় ব্যুরো প্রধান।

আলোচনা অনুষ্ঠান শেষে এ্যাওয়ার্ড প্রদান, রেম্প শো, ফ্যাশন শো নৃত্য ও সংগীত পরিবেশন করা হয়। সবশেষে অনুষ্ঠিত হয় রাফেল ড্র।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT