ঢাকা (সকাল ৯:০০) শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News কোটা আন্দোলন : সিলেট বিভাগে ২৮টি মামলা, ২০ হাজার মানুষ আসামী Meghna News ঢাবি ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক গৌরীপুরে ছুরিকাঘাত Meghna News টাঙ্গাইলে শিক্ষার্থীদের মিছিলে পুলিশের হামলা Meghna News ঢাকাসহ সারাদেশে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন Meghna News সারা দেশে আজ ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি Meghna News যাত্রাবাড়ী ফ্লাইওভারে সংঘর্ষ, হাসপাতালে নেয়ার পথে যুবকের মৃত্যু Meghna News ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ২০ Meghna News ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বেড়ি বাঁধগুলো এখনো সংস্কার হয়নি, দুর্ভোগে উপকূলবাসী Meghna News কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদ চিরনিদ্রায় শায়িত Meghna News চাঁপাইনবাবগঞ্জে জাহাঙ্গীর সেতু বন্ধ করে শিক্ষার্থীদের সমাবেশ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে গৌরীপুরে বই বিতরণ



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস ও বইয়ের আলোয় আলোকিত করতে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ৫৯ টি বিদ্যালয়, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের পাঠাগারকে সমৃদ্ধ করতে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫২ হাজার টাকার বই উপহার প্রদান করা হয়েছে।

 

রোববার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের হাতে উপহারের বই তুলে দেন জাতীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর আর বিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার কারখানা। তাই বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিতে হবে যাতে আমাদের আগামীর ভবিষ্যৎ শিশুরা জঙ্গীবাদ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত থাকতে পারে। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের নিজের সন্তান হিসেবে মানুষ করা, আন্তরিকতা ও ভালোবাসার আহবাণ জানিয়েছেন শিক্ষকদের প্রতি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ নাছের, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা পষিদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, মুক্তিযোদ্ধা মিজাজ খান টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছাবিকুন্নাহার, গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখছেদুর রহমান, নূরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক, শালীহর আব্দুল মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার মোঃ আব্দুর রাজ্জাক ও ড. রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

বই বিতরণশেষে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৭ জন মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT