বগুড়ার সান্তাহারে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধের ৮ জনের জরিমানা
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া বৃহস্পতিবার রাত ১০:৫১, ১২ নভেম্বর, ২০২০
বগুড়ার সান্তাহারে মুখে মাস্ক ব্যবহার না করে বাহিরে ঘোরাফেরা করার কারণে ৮ জন কে ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বর্তমান সরকার করোনা প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও অনেকে সেই আদেশ অমান্য করে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানের সময় সান্তাহার রেলগেট এলাকায় মাস্ক না পরায় ৮ জনের ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক সাংবাদিকদের জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।