বগুড়ার আদমদীঘিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মঙ্গলবার রাত ১১:০১, ১৭ নভেম্বর, ২০২০
ফ্রান্সে কার্টুন চিত্র একে বিশ্ব নবী হযরত মুহাম্মাদ (সাঃ) কে অবমাননা করার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি উপজেলায় সদরে তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় উপজেলার বাস স্ট্যান্ড এলাকায় প্রাঙ্গনে আদমদীঘি ফয়জিয়া ক্বওমী মাদ্রাসার মুহতামিম মুফতি ইব্রাহিম সাহেবের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সান্তাহার ক্বওমী মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহবুবুর রহমান, আদমদীঘি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোসলিম উদ্দিন, বাবা আদমদীঘি (রহঃ) মাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আল হেলাল জামালী, সান্তাহার ক্বওমী মাদ্রাসার শিক্ষক মুফতি মাওলানা রুহুল আমিন, মুরইল ক্বওমী মাদ্রাসার মুহতামিম ইউনুছ আলী, হাফেজ সৈকত চৌধুরী প্রমূখ।
সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্টের ছবি ও ফ্রান্সের পতাকার ওপর জুতা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন মুসল্লিরা। বক্তারা ব্যবসায়ীদের ফ্রান্সের সকল পন্য বর্জন করাসহ বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তকামনা করেছেন।