ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) মঙ্গলবার দুপুর ০১:৪৪, ২৩ মে, ২০২৩
রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকীর প্রতিবাদে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার(২২মে) উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি ও সাধারণ সম্পাদক সোমনাথ সাহার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কর্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোমনাথ সাহা, হেলাল উদ্দিনআহাম্মদ, ফরিদ উদ্দিন আহাম্মদ, ইকবাল হোসেন জুয়েল, আবুল কালাম আজাদ, আঃ মুন্নাফ, শফিকুল ইসলাম মিন্টু, আঃ আউয়াল খান পাঠান, মাসুদ মিয়া রতন, অজিত মোদক, আঃ রউফ, নূরুল ইসলাম, আবু কউছার রন্টি, মাজহার হোসেন টুটুল, নাজিমুল ইসলাম শুভ, আলী ইকরাম রণি প্রমুখ।