ঢাকা (রাত ৮:২৫) শনিবার, ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News হাফেজ-এ- কোরআনদের জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য উচ্চতায়: আব্দুস সাত্তার Meghna News লোহাগড়ায় পুনুরুজ্জীবিত হতে যাচ্ছে ঐতিহাসিক ”জিয়া মঞ্চ” Meghna News দাউদকান্দিতে যৌথবাহিনীর অভিযানে নগদ অর্থ ও মাদকসহ দুইজন আটক Meghna News জাতীয় সংসদে কোনো সংরক্ষিত নারী আসন থাকবে না! Meghna News বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার Meghna News নাগরপুরে বিডি ক্লিনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান Meghna News চাঁপাইনবাবগঞ্জে আবারো মারা গেছে মাদ্রাসা ছাত্র Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিএনপির সাবেক এমপির’র বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

পৌর মেয়রের উপর গুলি বর্ষণের প্রতিবাদে পৌর আওয়ামীলীগের সংবাদ সম্মেলন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock মঙ্গলবার রাত ০১:০৯, ৯ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগ সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের উপর ৭ মার্চ গুলি বর্ষণের প্রতিবাদে স্থানীয় পৌর আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার (৮ মার্চ) বিকেলে পৌর আওয়ামী লীগের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গত পৌরসভার নির্বাচনে আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ ও তার পুত্র রাজিব নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকান্ডের সাথে আমাকে ও আমার পরিবারের সদস্যদের জড়িয়ে মামলা দিয়ে পৌর নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা করে। এমনকি আমার বাড়ী, গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে কোটি কোটি টাকার ক্ষতি সাধন করে। যার মামলা অদ্যাবধি থানা পুলিশ গ্রহণ করেনি। বিগত সময়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলাম। তৎকালীন সময়ে বিদ্রোহী প্রার্থী ছিলেন বর্তমান নৌকার প্রার্থী মোঃ শফিকুল ইসলাম হবি।

তিনি এসময় আরো বলেন, দলীয় মনোনয়ন নিয়ে এমপি ও তার পুত্র নানা ধরণের বাণিজ্য করে শফিকুল ইসলাম হবিকে মনোনয়ন দেয়। নির্বাচনে অংশগ্রহণের পরেও একাধিকবার আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। ভোটের দিন ব্যালট পেপার ছিনতাই, জাল ভোট প্রদানসহ আমাকে পরাজিত করার চেষ্টা চালায়। ছিনতাইকালে ব্যালট বইসহ ৪জনকে গ্রেফতার করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে এমপি’র সরাসরি হস্তক্ষেপে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। এক্ষেত্রে নির্বাচনে জয়লাভ হওয়ার খবর পেয়েই আমার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় জিডি করেন স্থানীয় এমপি। পৌরবাসী স্বোচ্ছার হলে ৭দিনের মধ্যে জিডি প্রত্যাহার করে নিবে বলে প্রশাসন ও এমপি প্রতিশ্রুতি দেন। কিন্তু জিডি এখন পর্যন্ত প্রত্যাহার করেনি।

তিনি আরো বলেন, ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে রবিবার ১১টার দিকে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আমিসহ পৌর পরিষদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পৌর ভবনে অবস্থান নেওয়ার পর বাসার উদ্দেশ্যে সেখান থেকে বের হয়ে রাস্তায় আসলে এমপি পুত্র রাজীবের নেতৃত্বে পূর্ব পরিকল্পিভাবে তার অনুসারী ৩০/৪০ জন আমাকে লক্ষ্য করে অতর্কিত হামলা ও গুলি বর্ষণ করে। এই ঘটনাকে আড়াল করার জন্য স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহম্মেদ ময়মনসিংহ প্রেসক্লাবে রোববার (৭মার্চ) সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম দিপু,কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম,মাসুদ মিয়া রতন,দেলোয়ার হোসেন বাচ্চু, নাজিম উদ্দিন,এমরান মুন্সী,নুরুল ইসলাম,দেলোযারা আক্তার দিলু,রোজিনা আক্তার চৌধুরী মিতু প্রমুখ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT