ঢাকা (রাত ১২:১২) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


পৃথক পৃথক কর্মসূচিতে নাচোলে ২১ আগস্ট পালিত

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ১০:০৪, ২১ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় শোকাবহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় আওয়ামীলীগের নেতা-কর্মীদের নৃশংস হত্যাকান্ডে নিহতদের স্মরণে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে উপজেলা আওয়ামীলীগের দুই গ্রুপ।

শুক্রবার সকাল সোয়া ৯টায় উপজেলা আওয়ামীলীগের মধ্যবাজার দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলণ করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। এ সময় ২১ আগস্ট
গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সহ-সংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন, কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কসবা ইউনিয়েনের চেয়ারম্যান আজিজুর রহমান, নেজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হক, উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাবু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিতাই চন্দ্র বমর্ন। এ সময় পৌর তাঁতীলীগের আহŸায়ক ও যুবলীগ নেতা অ্যাডভোকেট
মোস্তাফিজুর রহমান বুলেটের সঞ্চলনায় ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক কে এ জোহা পলাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, ফতেপর ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রঞ্জনা রানী, সাবেক জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম
মোস্তফা, আওয়ামীলীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, নাচোল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, ছাত্রলীগ নেতা রাফসান আহম্মেদ বকুলসহ ছাত্রলীগ-যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

পরে একটি শোক র‌্যালী নাচোল বাজার প্রদক্ষিণ শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT