ঢাকা (রাত ১২:৪৭) শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


পলাশবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাতে বসতবাড়ী ভস্মীভূত

তারেক আল মুরশিদ,গাইবান্ধা তারেক আল মুরশিদ,গাইবান্ধা Clock শনিবার ভোর ০৪:৪২, ২৬ সেপ্টেম্বর, ২০২০

প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপির কয়ারপাড়া গ্রামে।

এলাবাসী  সূত্রে জানা যায়, উপজেলার বরিশাল ইউপির কয়ারপাড়া গ্রামের জহুরউদ্দিন খানের দুটি ঘড় নগদ অর্থ, ফ্রিজ, ধান,চাল,হাসঁ মুরগীসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকা পুড়ে ছাই।

শুক্রবার দিবাগত রাত ১১ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বিদ্যুত সঞ্চালন তার বেয়ে জ্বলন্ত  আগুনের লেলিহান শিখা ঘরের সর্বত্র ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা এবং খবর পেয়ে গাইবান্ধা জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসার আগেই সব পুড়ে ছাই। জীবন-জীবিকা নির্বাহে একমাত্র সম্বল ছিল একটি বসতবাড়ী। ভস্মিভূত হওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাসরত উপক্রম হয়ে পড়েছে।

সরকারি-বেসরকারি সাহায্য-সহযোগিতা পেতে পরিবারটি উপজেলা ও জেলা প্রশাসনসহ দায়িত্বশীল কর্তৃপক্ষ ছাড়াও দানশীল-পরোপকারী ও ব্যক্তিবর্গ ছাড়াও জন-প্রতিনিধিদের নিকট মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন।

বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় পরিদর্শনকারীরা ক্ষতিগ্রস্থ জহুরউদ্দিনের পরিবারকে সম্ভাব্য সহায়তাদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT