ঢাকা (রাত ৪:১৩) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নির্বাচনী প্রচারণায় নারীদের নিয়ে উঠোন বৈঠক

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার সন্ধ্যা ০৭:৩৮, ৩ মার্চ, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী দুলাল আহমেদ এর উদ্যোগে সহনাটি ইউনিয়নের লাঠুরপায়ার গ্রামে বুধবার (৩ মার্চ) দুপুরে নারীদের নিয়ে স্থানীয় নিজাম উদ্দিনের বাড়িতে উঠোন বৈঠক করেন।

এ উপলক্ষ্যে আয়োজিত বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল করা হয়। এ উঠান বৈঠকে উল্লেখিত গ্রামের আব্দুল মজিদ এর সভাপতিত্বে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শিপনের সঞ্চালনায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সহনাটী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দুলাল আহমেদ, উপজেলা তাঁতীলীগের সদস্য, উপজেলা মৎস্যজীবীলীগের সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্যসহ স্থানীয়রা। এসময় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম ও নারী উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচী তাদের সামনে তুলে ধরেন।

এসময় সাবেক চেয়ারম্যান দুলাল আহমেদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোয়ন পেতে সকলের সহযোগীতা কামনা করেন। এ সময় গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT