নাচোলে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন শনিবার রাত ১১:২৯, ১৭ জুন, ২০২৩
আগামীকাল ১৮ জুন রবিবার দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ পালন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায়।
শনিবার (১৭জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যলয়ে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুলতানা পাপিয়া মনবদেহে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামীকাল রবিবার উপজেলার ৯৮টি কেন্দ্রের প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। কার্যক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭২১জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৬৪৮৩জন শিশুকে ভিটামিন ‘এ-প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি সতর্ক করে আরো বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নিয়ে আসার আগে শিশুকে ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। এছাড়া ৬ মাসের কম বয়সী এবং ৫ বছরের বেশি বয়সী ও অসুস্থ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না বলেও জানান তিনি।
অবহিতকরণ সভায় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. বিউটি বেগম, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. মো. আতিক মাহমুদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।