নাগরপুরে ৩টি ক্লিনিক সিলগালা ও জরিমানা
মো:শাকিল হোসেন শওকত,নাগরপুর,টাঙ্গাইল রবিবার সন্ধ্যা ০৬:৫২, ২৯ মে, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান ও স্বাস্থ্য প.প কর্মকর্তা ডা. রোকনুরজ্জামান খান এর যৌথ অভিযানে ৩টি ক্লিনিক সিলগালা ও ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৯ মে রবিবার দুপুরে নাগরপুর সদর বাজারে; মামুদনগর ডায়ানস্টিক সেন্টার-২, আব্দুল্লাহ ডেন্টাল কেয়ার ও সহবতপুর বাজারে হাজী আলী আকবর ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
এছাড়াও তাদের ক্লিনিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলার যে সকল ক্লিনিকের কাগজপত্র হালনাগাদ করা নেই, তাদের ১ মাসের মধ্যে কাগজপত্র হালনাগাদ করে দেখানোর মৌখিকভাবে সতর্ক করা হয়।
এ খবর গোটা উপজেলায় ছড়িয়ে পড়লে, অনেক ডায়াগনস্টিক ক্লিনিকের মালিকেরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে পালিয়ে যায়।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মী, স্বাস্থ্য দপ্তরের কর্মী, নাগরপুর থানা পুলিশের সদস্য ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, স্বাস্থ্য অধিদপ্তর আইন অনুযায়ী ক্লিনিক মালিকদের জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, যাদের কাগজপত্র হালনাগাদ করেনি তাদেরকে মৌখিকভাবে ১ মাসের সময় দেয়া হয়েছে। এ সময়ের মধ্যে কাগজপত্র হালনাগাদ না করলে আইনুগ ব্যবস্থা গ্রহন করা হবে।